হলিউডে অভিষেক দিশা পাটানির
dailybangla
22nd Jan 2025 11:16 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ‘হলিগার্ডস’ ওয়েব সিরিজে কাজ করে হলিউডে অভিষেক করেছেন বলিউডের দিশা পাটানি। এতে ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’র অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন তিনি।
বর্তমানে মেক্সিকোর দুরাঙ্গতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ওই ছবিগুলোতে দেখা যায়, প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা নিজেদের অভিনয় প্রিভিউ করছেন অভিনয়শিল্পীরা।
হলিউডের এই সিরিজটি দিশার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। চলতি বছর মুক্তি পেতে চলেছে আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি।
বিআলো/শিলি