• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হলিউডে নতুন জুটি: শেখ ফরিদ পলক ও আইরিন ইরানী 

     dailybangla 
    06th Sep 2025 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা: ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শেখ ফরিদ পলক সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ করেছেন হলিউড চলচ্চিত্র “Timeless Waltz” এর শুটিং। এই চলচ্চিত্র নির্মিত হয়েছে আমেরিকার প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে।

    চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন ফরিদ পলক এবং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ আইরিন ইরানী।

    হলিউডের স্বনামধন্য নির্মাতা লিওন লি পরিচালনা করছেন এই চলচ্চিত্রটি। তার পূর্বের কাজ “Battle for Glory” ইতিমধ্যেই এমাজন প্রাইম ভিডিওতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
    গল্পের কেন্দ্রবিন্দু উনিশ শতকের এক সম্ভ্রান্ত তরুণী এলেনা, যিনি এক রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন। ঘড়িটি তাকে হঠাৎ করে সমসাময়িক আধুনিক শহরে নিয়ে আসে। সেখানে তার পরিচয় হয় লি ইফান এর সঙ্গে, যিনি তাকে অপরিচিত এই যুগে চলাফেরায় সাহায্য করেন। এটি একটি গল্প, আবেগ ও সময়ভ্রমণের মনোমুগ্ধকর মিশ্রণ।

    অভিনেতার উচ্ছ্বাস:
    হলিউডে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ফরিদ পলক বলেন, “হলিউডের বড় পর্দায় কাজ করা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। ‘Timeless Waltz’-এ গল্প, আবেগ ও সময়ের মেলবন্ধন ফুটে উঠেছে। পরিবার, পরিচালক ও পুরো টিমকে ধন্যবাদ, যারা এই স্বপ্ন সত্যি করেছে। আমার ভক্তদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন উচ্চতায় পৌঁছাতে প্রেরণা দিয়েছে। আশা করি দর্শকরা এই কাজকে ভালোবাসবেন।”

    চলচ্চিত্রটি সবকিছু ঠিক থাকলে আগামী বছর এমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

    ফরিদ পলকের পরিচয়:
    পলক ২০১৮ সালে চ্যানেল আই-এর বিশেষ টেলিফিল্ম “সখিনার চন্দ্রকলা” দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর থেকে নাটক, ধারাবাহিক, শর্ট ফিল্ম এবং রেডিও জকির মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তার বহুমুখী প্রতিভা দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি ধারাবাহিক, নাটক ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930