হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী
সুমন মাহমুদ,কুষ্টিয়া:বর্তমান বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয়তাবাদী দল-(বিএনপি)। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দল’টি তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিতে ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা নির্বাচন ও সকল সংগঠনকে দুর্নীতি মুক্ত করার লক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছে কেন্দ্রের নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলার হ্যাভি ওয়েট নেতারা ।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশনায় কুষ্টিয়া জেলা বিএনপিতে হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযানের ঘোষণা দিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ সাদী। বুধবার সন্ধ্যায় এই বিএনপি নেতা শেখ সাদী’র ঢাকার বাসভবনে তার এলাকা থেকে আগত নেতাকর্মী ও কুষ্টিয়া জেলা বিএনপি’র বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা ও তৎকালীন সরকারের অত্যাচার,নির্যাতন সহ্য করে যে সমস্ত তৃণমূলের কর্মীরা আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে তাদেরকেই তাদের যোগ্য সম্মান দেওয়া হবে। এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতিবাজ নেতাকর্মী ও হাইব্রিডদের বিরুদ্ধে অতি দ্রুতই জেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযান শুরু হবে।
দলের সম্মান রক্ষার্থে ও সাধারণ মানুষকে বিএনপি’র প্রতি আকৃষ্ট করতে এবং জাতীয় নির্বাচনে মানুষ যেন বিএনপি’কে বিশ্বাস করে ভোট দিতে পারে এ কারণেই দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ ও হাইব্রিডদেরকে বিতাড়িত করা হবে। কুষ্টিয়াতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই হোক না কেন তাকেও শাস্তির আওতায় আনা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ সাদী’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলর প্রবীন ও তরুণ রাজনৈতিক নেতারা। তারা বলেন, আমাদের শেখ সাদী’র হাতেই নিরাপদ কুষ্টিয়া জেলা বিএনপি। শেখ সাদী’র নেতৃত্বে সবাই এখন ঐক্যবদ্ধ এবং দলের মধ্যে এখনো যেখানে যেখানে গ্রুপিং আছে তা অচিরেই নিরশন হবে।
বিআলো/ইমরান