• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাইব্রিড গাড়ির শুল্ক-কর হার পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে বারভিডা 

     dailybangla 
    03rd Jun 2025 4:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থবছরেরজাতীয় বাজেটে গণপরিবহন হিসেবে ব্যবহৃত ১০-১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের (এইচএসকোড ৮৭০২.৯০.৪০) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং১৬-৪০ আসন বিশিষ্ট বাস (এইচএসকোড ৮৭০২.১০.৩০) এর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশকরায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) তাকে স্বাগত জানিয়েছে। তবে বারভিডা তাদের বাজেট প্রস্তাবনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির শুল্ক-কর হার পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে।

    সোমবার (২ জুন) বিকেলে বারভিডা কার্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট পেশ পরবর্তী এক প্রতিক্রিয়ায় বারভিডা নেতৃবৃন্দ এসব মতামত জানান।

    বারভিডা নেতৃবৃন্দ মনে করেন যে, এর ফলে বারভিডার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, এবং দেশে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাস ও বাস এর আমদানি ব্যয় হ্রাস পাওয়ায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে এসব বাহন কিনতে পারবেন। মূল্য হ্রাস পাওয়ায় চাহিদা এবং আমদানি বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

    সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক, সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান,ভাইস প্রেসিডেন্ট-১ মো: সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, জয়েন্ট ট্রেজারার হাফিজ আল আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মো: গোলাম রব্বানি (শান্ত) এবং কার্যনিবাহী সদস্য আখতার হোসেন মজুমদার, পুনম শারমিন ঝিলমিল, মো: হুমায়ুন কবির ভূঁইয়া এবং কে এম শফিউল্লাহ (রনি)উপস্থিত ছিলেন। এছাড়াও এসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দও বাজেট পর্যালোচনার এ সভায় উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031