হাজারো মানুষের অংশগ্রহণে বাবুগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় মাঠটি।
বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স।
দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি মো. রাকিবুল হাসান খান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আলামিন ও সদস্য সচিব ইয়াসির আরাফাত।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক কারী আব্দুল কাইয়ুম।
দোয়া শেষে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। জনগণ পরিবর্তনের প্রত্যয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আগ্রহী—এমন মন্তব্যও করেন তিনি।
বিআলো/তুরাগ



