হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ঃ চলে গেলেন হাজী সোলাইমান মাদবর
এফ এইচ সবুজ: কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান মাদবর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, বিকেল ৪টা ২৪ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজী সোলাইমান মাদবর ১৯৫১ সালের ৩ মে কামরাঙ্গীরচরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শুধু রাজনীতিই নয়, শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর অবদান ছিল অসামান্য। আশ্রাফাবাদ উচ্চ বিদ্যালয়, আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ এবং মাদবর বাজার জামে মসজিদসহ কামরাঙ্গীরচরে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি জীবদ্দশায় দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর ছোট ভাই হাজী মো. সাইদুল মাদবর ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত ও সফল কাউন্সিলর। তাঁদের পিতা হাজী আব্দুল জলিল মাদবর ছিলেন এক জনদরদী ও দানবীর ব্যক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে কামরাঙ্গীরচরের মাদবরবাড়ি পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কামরাঙ্গীরচরের সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক সহকর্মী ও সমাজ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই কিংবদন্তিকে। তাঁরা বলছেন-এটি শুধু একজন রাজনীতিবিদের মৃত্যু নয়, বরং একটি ইতিহাসের অবসান।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
