হাজীগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
মো. মনির হোসেন নারায়ণগঞ্জ, জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৩টায় স্মৃতিস্তম্ভটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, এ স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জুলাই গণআন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ইতিহাস চর্চা ও গবেষণাকে উৎসাহিত করা হবে।
বিআলো/তুরাগ