হাতিয়ায় অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের কার্যক্রম
dailybangla
25th Sep 2025 12:49 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বিআলো/এফএইচএস