হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা
dailybangla
16th Dec 2025 7:08 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ। পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান সোমবার মামলাটি রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় ফয়সাল করিম মাসুদকে নামীয় আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিআলো/শিলি



