হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাদির দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘গুলি খেয়েছে আমার ভাই—ঘরে থাকার সময় নাই’, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’—এমন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়—এটি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলা। মতের ভিন্নতার কারণে এ ধরনের হামলা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” তিনি বলেন, “এ হামলার পর অন্তত বোঝা গেছে তারেক রহমান দেশে না ফিরলে কেনো।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “একটি চক্র জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের বলতে চাই—এ ধরনের অপচেষ্টার পরিণতি ভালো হবে না। ভারত যদি প্রতিবেশীর সৌজন্য না দেখায়, তাহলে তারাও জনগণের প্রতিরোধের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “অনেকে গণভোট নিয়ে বিরোধিতা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরও বহু মানুষ হাদির মতো হামলার শিকার হতে পারে।”
ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা নতুন নয়। ইন্টেরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। এসবের পেছনে আওয়ামী লীগ ও তাদের মদদপুষ্ট মহল, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেরও ভূমিকা রয়েছে।” তিনি নির্বাচন পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রাখার দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিআলো/ইমরান



