হাদির চিকিৎসার ব্যয় বহন করবে রাষ্ট্র: অর্থ উপদেষ্টা
dailybangla
16th Dec 2025 6:58 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানোর সব ব্যয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাদির চিকিৎসার ক্ষেত্রে অর্থ কোনো বিষয় নয়। যত অর্থ প্রয়োজন হবে, সরকার তা দেবে।
তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সম্মতি দিয়েছে। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
বিআলো/শিলি



