হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন এবং দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎকারে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সরকার সেখানে তার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করবে।”
ওসমান হাদির বোন মাসুমা বলেন, “হাদি ছোটবেলা থেকে দেশপ্রেমিক এবং বিপ্লবী মননের মানুষ ছিলেন। তার ১০ মাস বয়সী সন্তান রয়েছে। আমাদের মেরুদণ্ড হাদি।”
ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, “৫ আগস্টের পর হাদি বাসায় ফিরে আসেননি। যারা এই নৃশংস ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, “অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।”
সাক্ষাৎকারে অন্যান্য সরকারি উপদেষ্টা ও নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



