হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে চিকিৎসার প্রস্তুতি
বিআলো ডেস্ক: গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক এবং অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কে গুরুতর ক্ষতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ জানান, সকালে করা সিটি স্ক্যানে দেখা গেছে হাদির মস্তিষ্কে মারাত্মক আঘাত রয়েছে। গুলি খুব কাছ থেকে করা হয়েছে এবং তা মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গুরুত্বপূর্ণ রক্তনালীর পাশ দিয়ে চলে গেছে।
তিনি জানান, অপারেশনের মাধ্যমে গুলির বড় অংশ সরানো সম্ভব হলেও এখনও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে রয়ে গেছে। এ ছাড়া মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ও রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। হাদির কিডনির কার্যক্ষমতা সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন এবং ফুসফুসের অবস্থাও অপরিবর্তিত।
চিকিৎসক আরও জানান, হাদি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে। ইতোমধ্যে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কেস সামারি পাঠানো হয়েছে।
এদিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ায় তারা নিজেদের অনিরাপদ মনে করছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে হাদিকে গুলি করা হয়। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
বিআলো/শিলি



