হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, অপারেশনের প্রস্তুতি চলছে
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, অপারেশনের আগে তার শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করার চেষ্টা চলছে। চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ড- যে কোনো দেশে হতে পারে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, হাদির ব্রেন সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ কার্যকর রয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিআলো/শিলি



