হাদি গুলিবিদ্ধের ঘটনায় বাইক মালিক আটক
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করেছে র্যাব। একই ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রোববার সকালে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-২ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এদিকে, হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এনবিআরের ঊর্ধ্বতন সূত্র জানায়, তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত অ্যাপল সফট আইটি লিমিটেড ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করে। মাসুদ এর আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
বিআলো/শিলি



