• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল নারায়ণগঞ্জ 

     dailybangla 
    12th Dec 2025 11:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মশাল মিছিল, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

    শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাৎক্ষণিকভাবে মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও জেলা কমিটির সাবেক সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিছিলে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫), অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩), ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি, জেলা সভাপতি সাইদুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন। তারা গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

    তরিকুল সুজন বলেন, “তফসিল ঘোষণার পরদিনই এই গুলি কেবল ওসমান হাদির ওপর নয়, এটি পুরো নির্বাচন-ব্যবস্থা এবং গণতান্ত্রিক শক্তির ওপর হামলা।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ১৬ মাসেও নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি, অবৈধ অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে।

    সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরাও আলাদা মিছিল বের করেন। এতে উপস্থিত ছিলেন দলটির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪), আহমেদুর রহমান তনু (নারায়ণগঞ্জ-৫), দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও জাবেদ আলম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি নবাব সলিমুল্লাহ খান সড়ক প্রদক্ষিণ করে।

    এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, “ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। নিরাপত্তা দিতে না পারলে প্রশাসনের দায়িত্ব পালনের অধিকার নেই।” তিনি সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানান।

    এ ছাড়া মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল চাষাঢ়ায় অনুষ্ঠিত হয়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দেন তারা।

    খেলাফত মজলিস, ছাত্র শিবির ও ছাত্র মজলিসও পৃথকভাবে মিছিল করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। শিবিরের মহানগর সভাপতি মো. ইসমাইল বলেন, “সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

    খেলাফত মজলিসের মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইলিয়াস আহমদ, মহানগরের সহসাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল গণি এবং ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031