হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে অবরোধ
বরিশাল ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ মোড়ে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধ কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “শরীফ ওসমান হাদি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। তার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আন্দোলনকারী মহসিন উদ্দিন বলেন, “হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”
এদিকে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা চলছে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার আন্দোলনের পর বিক্ষোভ স্থগিত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিআলো/তুরাগ



