হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত তিন অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পরিচালিত অভিযানে হামলায় ব্যবহৃত তিনটি অস্ত্র জব্দ করা হয়। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি কল কনফারেন্সে হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআলো/শিলি



