হাদি হত্যা পরিকল্পনায় চারজন, সিসিটিভিতে বৈঠকের ফুটেজ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত বৈঠক করেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ চারজন; এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা।
গোয়েন্দা সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের একটি রিসোর্টে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী উপস্থিত ছিলেন।
রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত তারা একটি কক্ষে অবস্থান করেন। এর আগেই রাত তিনটার দিকে আলমগীর নিজের পরিচয়ে কক্ষ বুকিং দেন। পরে রাত চারটার পর দুই নারী কক্ষে প্রবেশ করেন।
গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই বৈঠকেই হাদির ওপর হামলার চূড়ান্ত পরিকল্পনা করা হয়। সংশ্লিষ্টদের কথোপকথনের অডিও রেকর্ডও তদন্তকারীদের হাতে এসেছে।
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টা আগেই ফয়সাল ও আলমগীর রিসোর্ট এলাকা ত্যাগ করেন। পুরো বিষয়টি ডিএমপির গোয়েন্দা বিভাগ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
বিআলো/শিলি



