হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে শুনানি বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার।
সোমবার মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ১৫ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল জানান, চার্জশিটে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই সময় নেওয়া হয়েছে।
এই মামলায় ডিবি পুলিশ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ছয়জন পলাতক এবং ১১ জন কারাগারে রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টার মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।
বিআলো/শিলি



