হানিয়া আমিরের এক লাইনে বিয়ের গুঞ্জন
বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও আলোচনায়, তবে এবার কোনো নাটক বা সিনেমার জন্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছোট মন্তব্য থেকেই ছড়িয়ে পড়েছে তার বিয়ে নিয়ে গুঞ্জন।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্ত তার পোস্টে মন্তব্য করেন, হানিয়ার বিয়ের খবর নাকি শোনা যাচ্ছে। জবাবে অভিনেত্রী মজা করে লেখেন, “আমিও শুনছি।” এই এক লাইনের উত্তরই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
অনেকে ধারণা করছেন, গুঞ্জনের পেছনে কিছু একটা সত্য লুকিয়ে থাকতে পারে। সেই সঙ্গে আবারও আলোচনায় এসেছে হানিয়ার সাবেক প্রেমিক, গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালে শুরু হওয়া তাদের সম্পর্ক ২০২০ সালে ভেঙে গেলেও নেটিজেনদের একাংশের বিশ্বাস, পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লেগেছে।
যদিও বিয়ে বা সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত হানিয়া কিংবা আসিম কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও সময়টা বেশ ভালো কাটছে হানিয়ার। চলতি বছরে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
সব মিলিয়ে, সত্যিই কি বিয়ের প্রস্তুতি চলছে, নাকি এটি শুধুই গুঞ্জন-সেই উত্তর আপাতত সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে ভক্তদের।
বিআলো/শিলি



