• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হান্নান মাসউদের মোটরসাইকেল র‌্যালীতে হামলা, হাসপাতালে ১ 

     dailybangla 
    10th Jun 2025 2:45 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল র‌্যালীতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

    এই ঘটনায় অন্তত একজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

    হামলার ঘটনাটি ঘটেছে সোমবার (৯ জুন) রাতে, চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড় থেকে ফেরার পথে। মোটরসাইকেল বহরটি চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার এলাকায় পৌঁছালে, হঠাৎ করে রাস্তার পাশে লুকিয়ে থাকা একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরের সদস্য মো. সাহেদ আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

    জানা গেছে, ঘটনার সময় আশপাশে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের হামলার সুযোগ পায়। এর আগেও চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয় হান্নান মাসউদের প্রতিনিধিরা। বারবার এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা বলেন, বহরে থাকা মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন, সাহেদ, হাসান ও সোহেল। তাদের মধ্যে পেছনে বসা সাহেদ সবচেয়ে বেশি ইটের আঘাতে আহত হন। এ হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

    হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, হামলার বিষয়টি আমার জানা নাই অথবা কোনো লিখিত অভিযোগ নাই। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930