হাফেজ্জী হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত কবরস্থানে ময়লার স্তুপ: জনমনে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত কবরস্থান আজ চরম অব্যবস্থাপনা ও অযত্ন-অবহেলার শিকার। রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর খালপাড় এলাকায় অবস্থিত “নুরিয়া কবরস্থান” বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এ অবস্থায় ধর্মপ্রাণ জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই পবিত্র স্থানটির আশপাশে দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। কবরস্থানের ভেতরেও জমেছে নানা বর্জ্য-প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, ধ্বংসাবশেষ। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে ধর্মীয় মর্যাদা ও ঐতিহ্য।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, এটা আমাদের চরম লজ্জার বিষয়। এমন একজন সম্মানিত আলেমের স্মৃতি বিজড়িত কবরস্থানকে যদি আমরা নিজেরাই নোংরা করে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কী শিখবে?
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়-কবরস্থানের পাশ দিয়ে হাঁটাও কঠিন। বাতাসে দুর্গন্ধ, চারপাশে ছড়িয়ে থাকা ময়লার স্তূপ। কবরস্থানের পরিবেশ দেখে কারও বুঝতে বাকি থাকে না, এটি কতটা অবহেলিত হয়ে পড়েছে।
সচেতন নাগরিকদের মতে, মসজিদ, মাদ্রাসা বা কবরস্থান-এসব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। তারা বলছেন, আমরা নিজেরাই যদি পবিত্র জায়গাগুলোকে অশুচি করি, তাহলে কাকে দোষ দেবো?
এলাকাবাসী ও নাগরিক সমাজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, অবিলম্বে কবরস্থানের সঠিক পরিচর্যা, বর্জ্য অপসারণ এবং নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে তারা নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়েছেন-যাতে ভবিষ্যতে এই ধরনের অবমাননাকর পরিস্থিতি আর না ঘটে।
এই বিষয়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা ওয়ার্ড প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিআলো/এফএইচএস