হামজার নেতৃত্বে চতুর্থ রাউন্ডে লেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক: ডিফেন্সিভ মিডফিল্ডে দাপুটে পারফরম্যান্স আর মাঠে নেতৃত্ব দিয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ডে লেস্টার সিটির জয় নিশ্চিত করেছেন হামজা চৌধুরী।
শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লেস্টার সিটি। ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন হামজা চৌধুরী এবং পুরো ৯০ মিনিট মাঠে থেকে খেলায় প্রভাব রাখেন।
ম্যাচের ২৩ মিনিটে প্যাটসন ডাকাকা গোল করে লেস্টারকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে স্টেফি মাভিদিদির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও দুই গোলের লিড ধরে রেখে সহজ জয় পায় অতিথিরা।
দীর্ঘদিন পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে হামজা ছিলেন দারুণ ছন্দে। মিডফিল্ড থেকে আক্রমণ ও রক্ষণ- দুই দিকেই কার্যকর ভূমিকা রাখেন তিনি। ম্যাচে সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করেন হামজা। নেন দুটি শট।
রক্ষণে তিনি তিনটি সফল ট্যাকল করেন, দুটি বল উদ্ধার করেন এবং একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে গোলের সুযোগ নষ্ট করেন। তিনবার ফাউলের শিকারও হন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ নির্ধারিত হবে সোমবার, ১২ জানুয়ারি।
বিআলো/শিলি



