হারমোনিয়ামের জাদুকর: দরিকান্দির সুরস্রষ্টা মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অনন্য নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান। হারমোনিয়ামের প্রতিটি চাবিতে যেন তিনি ঢেলে দেন সুরের প্রাণ, আর সেই সুরে মুগ্ধ হয় হাজারো শ্রোতা। দেশের নামকরা বেতার ও টেলিভিশন চ্যানেলে তাঁর হারমোনিয়াম বাজনার অনবদ্য পরিবেশনা বহুবার দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেছে। দেশ-বিদেশে অংশ নিয়েছেন অসংখ্য সঙ্গীত অনুষ্ঠানে, পেয়েছেন সম্মাননা ও পুরস্কার।
দরিকান্দি গ্রামের এই প্রতিভাবান শিল্পীর সঙ্গীতযাত্রা শুরু হয় শৈশবেই। গৌরিপুর এস.এ. হাই স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি সুরের সাথে মেলবন্ধন ঘটান। গিটার শিখেছেন ওস্তাদ আলতাফ হোসেনের কাছে, তবে হারমোনিয়ামের প্রতি তাঁর ভালোবাসা ও নিষ্ঠাই তাকে এই ক্ষেত্রে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বিগত কয়েক দশকে অসংখ্য খ্যাতিমান শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করেছেন তিনি। শুধু সঙ্গীত নয়, তিনি হারমোনিয়াম বাজিয়ে সুর ও সংগীতের এক অনন্য ভাষা তৈরি করেছেন, যা মানুষকে মুগ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তাঁর সাফল্যের পেছনে রয়েছে পরিবারের ভালোবাসা ও সমর্থন। পিতা আজগর আলী এবং মাতা মিসেস আয়েশা বেগম সন্তানের সঙ্গীতচর্চায় সবসময় উৎসাহ যুগিয়েছেন। নিজের গ্রামের নাম উজ্জ্বল করে চলেছেন এই সুরস্রষ্টা, আর তাই এলাকার মানুষও তাঁর সাফল্যে গর্বিত।
ভবিষ্যতেও তাঁর হাতের ছোঁয়ায় যেন সুরের জাদু ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশাই সবাই করছেন।
বিআলো/এফএইচএস