হারানো ১৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো ডিএমপি
মো. খালেক: ঢাকা মহানগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন।
ডিএমপি সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার মোবাইল উদ্ধার টিমের যৌথ প্রচেষ্টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত ও ট্র্যাকিংয়ের মাধ্যমে হারানো মোবাইলগুলো শনাক্ত করা হয়।
উদ্ধারপ্রাপ্ত মোবাইল ফোন হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
পুলিশের এ ধরনের উদ্যোগ জনসচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত জানান উপস্থিত অনেকে।
বিআলো/তুরাগ