• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হার্ভার্ডে পড়াশোনা করেছেন যেসব বিশ্বনেতা 

     dailybangla 
    25th May 2025 11:40 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: উচ্চশিক্ষার জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম। এই বিদ্যাপীঠ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন বহু বিশ্বনেতা।

    মার্কিন প্রশাসনের নানা কঠোর পদক্ষেপের কারণে আলোচনায় বিশ্বের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও হার্ভার্ড কর্তৃপক্ষের এক মামলার প্রেক্ষিতে আদালত সাময়িকভাবে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

    হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতে ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা বিভিন্ন দেশের বর্তমান-সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানের তালিকা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    আফ্রিকা-
    * ডুমা গিডিয়ন বোকো, তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে বতসোয়ানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। হার্ভার্ড থেকে আইনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন বোকো।

    * এলেন জনসন সারলেফ, ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত লাইবেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    আমেরিকা-
    * পিয়েরে এলিয়ট ট্রুডো, তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কানাডার এই রাজনীতিবিদ হার্ভার্ড থেকে পলিটিক্যাল ইকনোমিতে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * মার্ক কার্নি, তিনি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী। অর্থনীতির ওপর তিনি হার্ভার্ড থেকে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেছেন।

    * সেবাস্তিয়ান পিনেরা ইকহেনিকিউ, ২০১০-২০১৪ এবং ২০১৮- ২০২২ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ড থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    * জুয়ান ম্যানুয়েল সান্তোস, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

    * আলভারো উরিবে ভেলেজ, ২০০২-২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * এডওয়ার্ড সিগা, ১৯৮০-১৯৮৯ সাল পর্যন্ত তিনি জ্যামাইকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি সামাজিক বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

    * কার্লোস স্যালিনাস ডি গোর্তারি, ১৯৮৮-১৯৯৪ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন। হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পলিটিক্যাল ইকনোমি অ্যান্ড গভর্নমেন্টের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    * ভিসেন্তে ফক্স কুয়েসাদা, ২০০০-২০০৬ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ড থেকে ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা নিয়েছিলেন।

    * ফিলিপ ক্যালডেরন হিনোজোসা, ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    মধ্যপ্রাচ্য ও এশিয়া-
    * শেরিং টোবগে, ২০২৪ সালের জানুয়ারি থেকে তিনি ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার্স নিয়েছেন।

    * ডোনাল্ড সাং, ২০০৫-২০১২ সাল পর্যন্ত হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * শঙ্কর দয়াল শর্মা, ১৯৯২-১৯৯৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ডে ব্রান্ডিস ফেলো নির্বাচিত হয়েছিলেন।

    * শিমন পেরেস, ১৯৮৪–১৯৮৬ ও ১৯৯৫–১৯৯৬ সালে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৭–২০১৪ সাল পযন্ত ছিলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি হার্ভার্ড থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট কোর্সে ডিগ্রি নেন।

    * বেনিয়ামিন নেতানিয়াহু, ১৯৯৬–১৯৯৯, ২০০৯–২০২১ ও ২০২২ সালে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি হার্ভার্ড থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নিয়েছেন।

    * জাফার হাসান, ২০২৪ সাল থেকে জর্ডানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি গ্রহণ করেন।

    * বেনজির ভুট্টো, তিনি ১৯৯৩- ১৯৯৬পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হার্ভার্ড থেকে ১৯৭৭ সালে রাজনীতির ওপর ডিগ্রি নিয়েছেন বেনজির ভুট্টো।

    * এলবেগদর্জ সাখিয়া, ২০০৯-২০১৭ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * ওয়েন-এর্ডেনে লুভসাননামস্রেইন, ২০২১ সাল থেকে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তিনি পাবলিক পলিসিতে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * লি সিয়েন লুং, ২০০৪-২০২৪ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * লরেন্স ওয়ং, বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * সিনগমান রি, ১৯৪৮–১৯৬০ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি হার্ভার্ড থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * হান ডাক-সু, ২০০৭–২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি করেছেন।

    * মা ইয়িং-জিউ, ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি হার্ভার্ড থেকে আইনের ওপর পিএইচডি নিয়েছেন।

    * লাই চিং-তে, ২০২৪ সালের জানুয়ারি থেকে তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি পাবলিক হেলথের ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    ইউরোপ-
    * কিরিয়াকোস মিৎসোটাকিস, ২০১৯ সালের জুলাই থেকে গ্রিসের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * মেরি রবিনসন, ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন। তিনি হার্ভার্ড থেকে আইনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

    * মাইয়া সানদু, ২০২০ সাল থেকে মলদোভার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930