• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হালান্ডের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ম্যানসিটির 

     dailybangla 
    25th Aug 2024 7:08 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের। ১-১ গোলে
    ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে (৯৫তম মিনিট) জালে বল জড়িয়ে রেড ডেভিলদের বিপক্ষে ব্রাইটনকে ২-১ গোলের জয় এনে দেন জোয়াও পেদ্রো।

    ড্যানি ওয়েলব্যাক ব্রাইটনকে প্রথমার্ধে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে অ্যামাডের গোলে সমতা ফিরিয়েছিল ম্যানইউ। নতুন মৌসুমে লিগের দুই ম্যাচই জিতল ব্রাইটন। ম্যানইউ হারের হতাশায় ডুবলেও বড় জয়ের উৎসবে মাতোয়ারা হয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

    ইত্তিহাদে শুরুতে পিছিয়ে পড়েও সিটিজেনরা ৪-১ গোলে হারিয়েছে প্রমোশন পেয়ে প্রিমিয়ার
    লিগে উঠে আসা ইপসউইচকে। লিগে নিজেদের দুই ম্যাচেই জিতল পেপ গার্দিওলার দল। সিটিজেনদের জয়ে একা তিন গোল করেছেন আর্লিং হালান্ড। অন্যটি বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনের। নিজ মাঠে খেলার সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন
    ম্যানচেস্টার সিটি। খেলার সপ্তম মিনিটে স্যামি স্মোডিচের গোলে এগিয়ে যায় ইপসউইচ।

    তাদের উচ্ছ্বাস মিলিয়েও যায় দ্রুত। চার মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে একেবারে এলোমেলো করে দেন হালান্ড-ব্রুইনরা। দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমতা ফেরান হালান্ড। মিনিট দুয়েক পর কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়েও যায় সিটিজেনরা। এই উৎসব
    মিলিয়ে না যেতেই আবার গোল ম্যানসিটির। চার মিনিটের ব্যবধানে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড। ব্রুইনের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেছেন তিনি।

    ইত্তিহাদে ১২-১৬ এই সময়ে ইপসউইচের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচটা শুরুতে যেন শেষ করে দেয় পেপ গার্দিওলার দল। এরপর আর কোনো দলই পাচ্ছিল না গোলের দেখা। তবে ম্যাচের একেবারে শেষ বেলায় এসে আবার গোলের নিশানা খুঁজে নেন হালান্ড। ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করে নতুন মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন নরওয়ের ফরোয়ার্ড । সব মিলিয়ে ম্যানসিটি জার্সিতে এটা তার দশম হ্যাটিট্রক।

    প্রিমিয়ার লিগে আরেক ম্যাচে নিজ মাঠে টটেনহাম ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে এভারটনকে। এ ছাড়া লিস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ফুলহাম। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ওয়েস্ট হাম।

    ফরাসি লিগ ওয়ানে মঁপলিয়ের জালে রীতিমতো গোল উৎসব করেছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকের দল। জয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনও। জাবি আলনসোর দল ৩- ২ ব্যবধানে হারিয়েছে মুনশেনগ্ল্যাডবাখকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031