হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক: দেশের চিকিৎসাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নামী হাসপাতালগুলোর সেবা ও আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
একটি ফেসবুক পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, হাসপাতালে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ব্যথা, দুশ্চিন্তা ও ক্লান্তি নিয়ে। অথচ বিষয়টি দেখার যেন কেউ নেই। তার ভাষায়, কেউ শখ করে হাসপাতালে আসে না, সবাই আসে বাধ্য হয়ে।
তিনি বলেন, তথাকথিত সেরা হাসপাতালগুলোতেও রোগীর সময়ের কোনো মূল্য নেই। পর্যাপ্ত টাকা খরচ করেও মানুষ সময়মতো সেবা ও সম্মান পাচ্ছে না। এ কারণেই সামর্থ্যবানরা বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী হন বলে মনে করেন তিনি।
পিয়া জানান, বিদেশে যাওয়ার মূল কারণ শুধু ভালো চিকিৎসা নয়, বরং মানবিক আচরণ ও সম্মান পাওয়ার প্রত্যাশা। রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই- এ প্রশ্নও তোলেন তিনি।
উল্লেখ্য, পিয়া জান্নাতুল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন আইনজীবী।
বিআলো/শিলি



