হাসপাতালে নবজাতক ফেলে পালালেন মা, পাশে চিরকুটে করুণ বার্তা
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয়বিদারক এক ঘটনা। নবজাতক কন্যাশিশুকে রেখে উধাও হয়ে গেছেন এক মা।
একটি চিরকুটে লেখা- “আমি মুসলিম। আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ- ০৪/১১/২০২৫, মঙ্গলবার।”
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এক দম্পতি নবজাতকটিকে কোলে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আসেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানি হিসেবে। ভর্তি রেজিস্টারে লেখা হয় ঠিকানা- ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। চিকিৎসকরা শিশুটির মাকে ডাকার অনুরোধ করলে তারা জানান, মা নিচে আছেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, শিশুটি একা পড়ে আছে। তার মা ও স্বজনরা অদৃশ্য হয়ে গেছেন অজানার পথে।
শিশুটির শরীরে তখনো প্রসবের পরের জটিলতার ছাপ। চিকিৎসক গোলাম আহাদ জানান, “শিশুটি স্বাভাবিক সময়ের আগেই জন্মেছে। তবে এখন সে সুস্থ আছে, ফটোথেরাপি ও ওয়ার্মারে রাখা হয়েছে।”
এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমে যায় অনেকের। অনেকে হাসপাতালে ছুটে আসছেন শিশুটিকে দত্তক নিতে।
বিআলো/শিলি



