হাসিনা পরিবার ঘিরে নতুন তদন্ত: তিন লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
বিআলো ডেস্ক: আদালতের নির্দেশে অগ্রণী ও পূবালী ব্যাংকের তিনটি লকার খুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে এনবিআর-দুদকের যৌথ টিম। স্বর্ণের উৎস বৈধ কি না, সে বিষয়ে যাচাই বাছাই শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
রাজধানীর অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকের তিনটি লকার আদালতের অনুমতিতে খুলে পাওয়া গেছে ৮৩২ ভরি বা ৯,৭০৭ গ্রামের বেশি স্বর্ণালংকার। লকারগুলো ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে।
জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খুলে তালিকা তৈরি করে ব্যাংকের জিম্মায় জমা দেয়।
দুদক জানায়, ২০০৭ সালে শেখ হাসিনা যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তাতে এসব লকারের উল্লেখ ছিল। সেই তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই লকার খোলা হয়। অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে উদ্ধার হয়েছে সোনার নৌকা, হরিণসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার; অন্যদিকে পূবালী ব্যাংকের লকারে পাওয়া গেছে কেবল একটি খালি ছোট পাটের ব্যাগ।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, লকারে থাকা চিরকুট অনুযায়ী স্বর্ণালংকারগুলো শেখ হাসিনা, তাঁর সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ এবং বোন শেখ রেহানাসহ পরিবারের আরও সদস্যদের নামে রাখা হয়েছিল বলে ধারণা পাওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণ বৈধভাবে অর্জিত কি না, তা যাচাই এখন চলমান।
বিআলো/শিলি



