• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রিজভী 

     dailybangla 
    12th Feb 2025 8:03 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন পতিত স্বৈরাচার সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন।

    বুধবার রাজশাহীর বাগমারা তাহেরপুর কলেজ মাঠে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আঃ ওয়াাহেদ এর ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধাান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি শেখ হাসিনাকে উদ্দ্যেশ করে বলেন, দুর্নীতির মহারানী দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে। দেশটাকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে ফেলেছেন। তার ছেলে জয় এবং মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।

    তিনি আরো বলেন, সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়াার ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক সরকার নেই বলে এখন বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তবর্তী সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার।

    রিজভী বলেন, মাানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, একটা ধোঁয়াাশার মধ্যে আছে। এই অনিশ্চয়তাা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে, সে ধরনের সরকার দরকার। তাহলে অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের ওপর যে নির্ভর করতে হচ্ছে, রিজার্ভ আবার কমতে শুরু করেছে, দিগন্ত রেখায় যে কালো মেঘ জমাট হচ্ছে, এগুলো দূরীভূত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।

    তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আ.ন.ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে তাহেরপুর পৌরসভা বিএনপির সেক্রেটারি আলিম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহব্বায়ক এ্যাড. এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাইদ চাঁদ,সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930