হিজলায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৩
সুমন সরদার: সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে বরিশালের হিজলায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের আভিযানিক টিম।
সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ও নৌ পুলিশ বরিশাল অঞ্চলের যৌথ উদ্যোগে।
অভিযানটি পরিচালিত হয় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম (বার)-এর নেতৃত্বে।
এতে ৮ লাখ ২৫ হাজার মিটার অবৈধ জাল, ১৮০ কেজি ইলিশ মাছ ও ৭টি নৌকা জব্দ করা হয়। এছাড়া ২৩টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জব্দকৃত জাল ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ স্থানীয় গরিব, অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এসএম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল পিপিএম (বার), মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম, সহকারী পুলিশ সুপার সোহেল মিয়া ও অন্যান্য কর্মকর্তারা।
অভিযানের অংশ হিসেবে ড্রোন প্রযুক্তির মাধ্যমে মেঘনা নদীর বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ চালানো হয় এবং জেলেদের সচেতন করতে লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
নৌ পুলিশ জানায়, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের এ অভিযান গত ৪ অক্টোবর শুরু হয়েছে এবং ২২ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান সফল করতে নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিকভাবে মাঠে কাজ করছে।
বিআলো/শিলি



