• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পর্যায়ক্রমে পূরণ সম্ভব: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 

     dailybangla 
    02nd Oct 2025 3:53 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যত সরকারগুলোও এসব দাবি পূরণে সচেষ্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য বাংলাদেশের ইতিহাসের অংশ। আমাদের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের সংগ্রামের ইতিহাস। বহু ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তুলতে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য।

    তিনি জানান, গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা আরও বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    জুলাই গণঅভ্যুত্থানে নিহত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাহফুজ আলম বলেন, তৎকালীন শেখ হাসিনা সরকারের নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছিল।

    তিনি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

    অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকীসহ দুর্গোৎসব উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031