• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের 

     dailybangla 
    30th Sep 2025 11:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা ভোটের মাধ্যমে বিএনপির পাশে দাঁড়াবেন। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সুন্দর ও মানবিক রাষ্ট্রে পরিণত করা হবে।

    মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ও শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় বটতলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    আনোয়ারুজ্জামান আনোয়ার আরও বলেন, শুধু পূজা নয়, হিন্দু সম্প্রদায়ের যেকোনো সমস্যা ও সংকটে বিএনপি সবসময় পাশে থাকবে। তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় দলটি নিরন্তর কাজ করে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য তাসলিম রিতা, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. নাঈমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দুর্গোৎসব উপলক্ষে এই পরিদর্শন স্থানীয়দের মাঝে উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

    এর আগে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান আনোয়ার। সেখানে বক্তব্য দেন থানা যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930