হুমকির চিরকুট, থানায় সাধারণ ডায়েরি; আতঙ্কে পরিবেশ গবেষক রোকনুজ্জামান
সাতক্ষীরা প্রতিনিধি: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক মো. রোকনুজ্জামান প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে সাতক্ষীরার দেবহাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেলে দেবহাটা উপজেলার তার নিজ বাড়ির সামনে অজ্ঞাত এক ব্যক্তি একটি সাদা খামে হুমকিসূচক চিরকুট রেখে যায়।
চিরকুটে লেখা ছিল: জলবায়ু নিয়ে লেখালেখি বন্ধ করো। না করলে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি হবে। রোকনুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উঠগ চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি Amnesty International, EarthDay.Org এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য।
সম্প্রতি তিনি থাইল্যান্ডের মাহা সারাখাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে একাডেমিক সফরে অংশ নিয়ে দেশে ফিরেছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয় ইংরেজি দৈনিক Daily Sun এ প্রকাশিত তার একটি প্রবন্ধে (শিরোনাম: Climate Change and Biodiversity: A Growing Global Concern) শিল্পায়ন ও রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি সমালোচনার পর থেকে তিনি নিয়মিত হুমকি পেয়ে আসছেন বলে অভিযোগ করেন ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাকযোগে। তার বড় ভাই সরদার হাসান ইলিয়াস তানিম একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক।
যিনি ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন। রোকনুজ্জামানের আরেক ভাই মাসুম বিল্লাহ ২০১৩ সালে কথিত ক্রসফায়ারে নিহত হন এবং ২০২৪ সালে জুলাই বিপ্লবের সময় রোকনুজ্জামান নিজেও যৌথবাহিনীর হাতে আটক হন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জিডির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ