হৃদয়ের রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম
dailybangla
01st Nov 2025 11:42 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশের তানজিদ হাসান তামিম গড়লেন নতুন রেকর্ড। মাত্র ৪২ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন তিনি- যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম।
এর আগে ৪৫ ইনিংসে এক হাজার রানের রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের। তিন ইনিংস আগেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন ২৪ বছর বয়সী তামিম।
শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৬২ বলে ৮৯ রান। চারটি ছক্কা ও নয়টি চারে সাজানো তার ইনিংসেও বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়াতে পারেনি। সিরিজে ৩-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বরেকর্ডটি এখনো দাভিদ মালানের- ২৪ ইনিংসে এক হাজার রান।
বিআলো/শিলি



