• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হোমনা-কুমিল্লা রোডে পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস প্রস্তুত, জনদূর্ভোগ সৃষ্টির আশংকা 

     dailybangla 
    11th May 2025 4:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: হোমনা টু কুমিল্লা ভায়া গৌরীপুর রোডে পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস নামে একটি পরিবহনের মোট ৪০ টি ঢাকার রেজিষ্ট্রেশন মিনিবাস চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানা যায়। রোড পারমিট বিহীন এ অবৈধ রুপালী সুপার সার্ভিস নামে পরিবহনের হোমনা টু কুমিল্লা রোডে চলাচলের জন্য আগামীকাল উদ্বোধন করার কথা রয়েছে।

    হোমনা টু কুমিল্লা রোডে বহুদিন যাবত একতা সার্ভিস অত্যান্ত সুনামের সহিত সেবা দিয়ে আসছে। এ রোডে একতা পরিবহনের ৬০ টি এবং হোমনা টু ঢাকা হোমনা সুপার সার্ভিস নামে ৬০ টি বাস, ১০ সহস্রাধিক সিএনজি অটোরিকশা এবং অসংখ্য ব্যাটারী চালিত রিকশা এহেন একটি সরু রোডে চলাচলের জন্য বিভিন্ন স্টেশনে জানযট লেগেই থাকে। এতে যাত্রী সাধারণ অনেক দূর্ভোগ পোহাতে হয়।

    এমন দূর্ভোগের মধ্যেও যদি আরও ৪০টি পারমিট বিহীন এবং অবৈধ বডির রুপালী সুপার সার্ভিস নামে বাস এ রোডে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলাচল করে তাতে যাত্রী সাধারণ অকল্পনীয় দূর্ভোগে পরবে এবং বেড়ে যাবে দূর্ঘটনা। সেবার নামে চলবে যাত্রী নির্যাতন। এর ফলে বাস শ্রমিক, সিএনজি ড্রাইভার মালিক শ্রমিকদের মধ্যে দাংগা হাংগামা বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এমতাবস্তায় আশু সংঘাত ও জননিরাপত্তা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতিতে পরিবহনের সকল অথরিটি, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন স্হানীয় শান্তিপ্রিয় জনসাধারণ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930