হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুক প্রোফাইল লিংক
dailybangla
16th Oct 2025 12:09 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: মেটা তাদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক প্রোফাইল লিংক প্রোফাইল ইনফো অংশে যোগ করতে পারবেন।
ফিচারটি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা এবং ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে সহায়ক হবে বলে জানিয়েছে মেটা। আপাতত অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ (v2.25.29.16)-এ ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
ভ্যারিফায়েড ফেসবুক লিংকের পাশে থাকবে ছোট নীল আইকন, যা নির্দেশ করবে অ্যাকাউন্টটি আসল ব্যবহারকারীর। ধীরে ধীরে এই ফিচার সবার জন্য উন্মুক্ত করা হবে বলে মেটা জানিয়েছে।
বিআলো/শিলি



