• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

     অনলাইন ডেক্স 
    12th Dec 2025 7:55 pm  |  অনলাইন সংস্করণ

    সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী, নোয়াখালী: নোয়াখালীর মাইজদী ঈগল স্পোর্টিং ক্লাব ও চাষীরহাটের নুরুল হক স্পোর্টিং ক্লাবের মধ্যে হোসাইন মোহাম্মদ সেলিম মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

    ফাইনাল খেলা শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল একে অপরের ওপর ক্রমাগত আক্রমণ চালায়। প্রথমার্ধের ১০ মিনিটে নুরুল হক স্পোর্টিং ক্লাব পেনাল্টিতে গোল করে সামিউল ইসলাম সামি। দ্বিতীয়ার্ধে ঈগল স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আরিফুল ইসলাম সমতা ফেরান। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ১–১ ড্র হয়। পরে টাইব্রেকারে ২–১ গোলে জয়লাভ করে নুরুল হক স্পোর্টিং ক্লাব।

    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের চেয়ারম্যান ও অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “তরুণ শক্তি নানা ভাবে ধ্বংস হচ্ছে—মাদক, ডিভাইসের আসক্তি, ধর্মের অপব্যবহার এবং রাজনৈতিক হানাহানির ফলে। তাই তরুণদের রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ ধারণ করে শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে সুস্থ সমাজ গড়তে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের এই শক্তি উদ্দীপিত করতে পিনাকল স্পোর্টস এসোসিয়েশন কাজ করছে।”

    তিনি আরও বলেন, “ঔপনিবেশিক ও চলমান হানাহানিমূলক রাজনৈতিক ব্যবস্থার বাইরে আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ করতে হবে। তরুণদের আত্মা, মন ও দেহ সুস্থ রেখে তাদের যৌবন দেশের ও মানবতার কল্যাণে ব্যয় করতে হবে।”

    সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উপদেষ্টা মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. মাহাবুর আলম। এসময় রানার্সআপ ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031