‘হ্যাঁ’ ভোটেই গুম-খুনের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব : আলী রীয়াজ
বরিশাল ব্যুরো: বিগত ১৬ বছরে দেশে সংঘটিত গুম, খুনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে আসন্ন ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের স্পষ্ট অবস্থান ভবিষ্যতের বাংলাদেশকে নিরাপদ ও গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে পারে।
রোববার সকালে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আলী রীয়াজ বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হয়েছে। গুম-খুন ও ভয়াবহ দমন-পীড়নের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অন্ধকার অধ্যায় ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।
জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে। তবে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে এসে দেশের কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে খুনি-মাফিয়া ও ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামীসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিআলো/ইমরান



