১১ ডিসেম্বর স্কুলভর্তির লটারি, আবেদন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত
বিআলো ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, চলমান অনলাইন আবেদনের সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে ১১ ডিসেম্বর আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে ভর্তি ফল প্রকাশ করা হবে।
এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১১ লাখ ৯৩ হাজার আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি স্কুলে রয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন এবং সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩০।
নতুন আবেদন প্রক্রিয়া:
ভর্তি আবেদন করতে প্রার্থী বা অভিভাবককে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর টেলিটক প্রি-পেইড নম্বর ব্যবহার করে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদনপত্রে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিতে হবে এবং কোটা প্রযোজ্য হলে সংশ্লিষ্ট ঘরে টিক দিতে হবে। প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি JPEG ফরমেটে আপলোড করতে হবে।
ফরম সাবমিটের পর ছবিসহ Application Preview দেখা যাবে এবং সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সম্বলিত Applicant’s Copy পাবেন।
ফি প্রদানের নিয়ম:
User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে দুই ধাপে SMS পাঠিয়ে ১০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।
প্রথম SMS:
GSA<space>User ID
যেমন: GSA ABCDEF
এটি পাঠাতে হবে 16222 নম্বরে।
উত্তরসূরি SMS-এ পাওয়া PIN নম্বর ব্যবহার করে দ্বিতীয় SMS পাঠাতে হবে, এরপরই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিআলো/শিলি



