১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা
বিআলো ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এ তফসিল প্রকাশ করে।
একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে ভোটের সময় বাড়িয়ে সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জাতীয় নির্বাচনে সাদা ব্যালট ও গণভোটে গোলাপি ব্যালট ব্যবহার করা হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ৬–১২ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।
ভাষণে সিইসি নাসির উদ্দিন সকল রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী ভোটারদের প্রথমবারের মতো কার্যকর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।
নির্বাচন শান্তিপূর্ণভাবে পর্যবেক্ষণে সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা কামনা করেন সিইসি।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের অন্তর্ভুক্ত করে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়েছে, তাতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
বিআলো/শিলি



