• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির 

     dailybangla 
    06th Oct 2024 1:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের সুসাশন, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করার পরও তা বিতরণ না করার কারণে কোম্পানিগুলোকে তলব করা হয়েছে।

    রোববার সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং রুমে তাদের উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

    কোম্পানিগুলো হলো লুব-রেফ বাংলাদেশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং, ফরচুন সুজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, অ্যাডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লিবরা ইনফিউশন, প্যাসিফিক ডেনিমস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

    বিএসইসি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব বছরে উল্লিখিত ১৪টি কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নির্ধারিত সময়ে কোম্পানিগুলো তা বিতরণ করা হয়নি। ফলে গত ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তবে সম্প্রতি কিছু কোম্পানি ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়েছে। তবে কী কারণে কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেয়নি, সভায় তার ব্যাখ্যা জানবে কমিশন।

    একই সঙ্গে কোম্পানিগুলোকে দ্রুত লভ্যাংশ বিতরণের নির্দেশ দেয়া হবে। এরপরও কোম্পানিগুলো লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলে সংশ্লিস্ট কোম্পানি পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। এই বার্তা দিতেই কোম্পানিগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে তলব করা হয়েছে।

    যেসব কোম্পানি যথা সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয় না, তাদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে। কোম্পানিগুলো সাম্প্রতি সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ায় পুঁজিবাজারে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে।

    এদিকে কোম্পানিগুলোর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৬ অক্টোবর সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনে আপনার কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিতরণের পরিস্থিতি সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাসঙ্গিক নথি, দাখিল ও প্রস্তাবনাসহ উপস্থিত হতে অনুরোধ করা যাচ্ছে।

    এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারের সুসাশন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে কমিশন খুবই কাজ করছে। আগামীতে স্বল্প সময়ের মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া টাস্কফোর্স গঠনের মাধ্যমে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার করা হবে। ফলে শিগগিরই উন্নত পুঁজিবাজার দেখতে পাব বলে প্রত্যাশা করছি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930