১৫ কর্মদিবসের আল্টিমেটাম সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের
নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেছেন, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেয়া আশ্বাস বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হলে তারা লাগাতার কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
রোববার ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন-ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড উল্লেখ করে তারা বলেন, জাতি গড়ার কারিগরদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, “গত ১১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মে মাসের মধ্যে এমপিও ভুক্তির কাজ শেষ করে জুলাই থেকে বেতন প্রদানের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। শিক্ষা উপদেষ্টা আজ আবার আশ্বাস দিয়েছেন, আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই।”
নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনা, নামকরণ ও আর্থিক বৈষম্যের কারণে ২০১৮ ও ২০২১ সালে অনেক সুনামধন্য প্রতিষ্ঠান এমপিও থেকে বঞ্চিত হয়েছে। মফস্বল এলাকায় দারিদ্র্যের কারণে বিনা বেতনে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, নাজমুছ শাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মানসহ বিভিন্ন জেলার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস