১৬ বছর ধরে নেতাকর্মীরা জীবন দিচ্ছেন বাসযোগ্য বাংলাদেশের স্বপ্নে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গত ১৬ বছর ধরে একটি বাসযোগ্য, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে যাচ্ছেন-এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র-সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়ে যাচ্ছেন একটি বাসযোগ্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য।
তিনি আরও বলেন, আজ আমাদের সামনে নতুন সুযোগ এসেছে-এই বাংলাদেশকে নতুন করে গড়ার। সারা দেশ থেকে তরুণরা আজ এখানে এসেছেন। এটি একদিকে আনন্দের দিন, আবার কষ্টেরও দিন। কারণ, ঠিক এক বছর আগে এই দিনে আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছিল।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, অনেক চেষ্টা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে মাঝে মাঝে হুমকিও আসে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
সমাবেশকে ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটি জুলাই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
বিআলো/এফএইচএস