• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ১৭ বছরে আওয়ামী লীগ যে ভূল করেছে বিএনপি তা করবে না : আমিনুল হক 

     dailybangla 
    10th Sep 2024 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভূল করেছে সে ভূল বিএনপি করবে না বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, আমরা চাই না কোন বাবা যেন তার সন্তানকে এভাবে হারাতে।আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হউক। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোন চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না।

    কারন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, দুস্কৃতকারী যদি আমার দলের লোকও হয় বা এই ধরনের কোন কার্যকলাপের সহিত জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া। কারন বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভূল করেছে সে ভূল বিএনপি করবে না।

    তিনি বলেন, আমরা চাই জনগণকে সাথে নিয়ে তাদের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলেয়ে আগামী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে, সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমার সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    আজ ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজ খবর এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    ছাত্র জনতার গণআন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে নিহত সেলিম মাষ্টার ও শ্রমিকদল নেতা রণির পরিবার এবং আহতদের সাথে দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর ও আর্থিকভাবে এ সহায়তা করা হয়।

    আমিনুল হক বলেন, আজকে আমরা দৃঢ় ভাবে বলতে চাই বাংলাদেশে যাতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। বাংলাদেশে যাতে একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হয়,এই বিষয়টি নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশিত গনতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। থাকবে জনগণের কাছে তার জবাবদিহিতা।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পরে, সবচেয়ে যেটি বেশী গুরুত্বপূর্ণ তা হলো- আপনারা আপনাদের স্বাধীন মতামত,সত্য কথা বলতে পারছেন, যেটা আপনারা গত ১৭ বছরে বলতে পারেন নাই, সত্য কথা বললেই সাংবাদিক ভাইদের বিরুদ্ধে,আমাদের আপনাদের বিরুদ্ধে মামলা হামলায় জর্জরিত করেছিল,এই আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার।

    জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন,স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে। ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের প্রেত্মারা যেভাবে ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সকলেই স্বৈরাচার শেখ হাসিনাসহ তার আজ্ঞাবহ দোসরদের বিচার দাবি করি। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম সহ স্হানীয় নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930