• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ১৭ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট, পাঁচ পদে জামায়াত সমর্থিত প্রার্থীদের জয় 

     dailybangla 
    11th Nov 2025 7:43 pm  |  অনলাইন সংস্করণ

    হাসানুর রহমান রহমান,সাতক্ষীরা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের মধ্যে পাঁচটি পদে বিজয় অর্জন করেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। বাকি দুটি সদস্য পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

    সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৬৩০ ভোটারের মধ্যে ১,১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাত ১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

    ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এডভোকেট কামরুজ্জামান ভুট্টো পান ৩১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. মাসুম বিল্লাহ শাহিন পান ৩৪৫ ভোট।

    কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট), সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান (৪৬৩ ভোট) ও পৌর ২নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. শফিকুল ইসলাম (৪৬০ ভোট)। বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে শফিকুল আলম বাবু (৪৮৪ ভোট) ও শাহ মো. কামরুজ্জামান কামু (৪৬০ ভোট) জয়লাভ করেন।

    এই নির্বাচনে সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত ‘জামায়াত প্যানেল’ এবং বিএনপি সমর্থিত ‘সমন্বিত নাগরিক প্যানেল’ নির্বাচনে অংশ নেয়।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। কমিশনার ছিলেন ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি ও মো. হাসিবুল ইসলাম সোহান। প্রিজাইডিং অফিসার ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

    প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটে প্রকাশ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। পদাধিকার বলে ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031