শেরেবাংলা নগর থেকে ১৮ মামলার আসামি রেজাউলসহ ২১ জন গ্রেফতার
শেরেবাংলা নগর থানা পুলিশের সাঁড়াশি অভিযান
মো. খালেক: রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে ১৮টি মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম হৃদয় (২৯) সহ মোট ২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই ২০২৫) তেজগাঁও বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিকালে আটক হওয়া আসামি, বিভিন্ন মামলার তদন্তাধীন ও সাজাপ্রাপ্ত আসামি, পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত অপরাধী।
অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো—রেজাউল ইসলাম হৃদয় (২৯), মোঃ সানজু (২৪), নুর ইসলাম সজিব (২৯), মোঃ সুজন (২১), মোঃ রিপন (২৮), মোঃ ফরহাদ (২১), সিয়াম খান (২৩), পল্লব রায় (২৮), আশরাফুল আলম পিয়াল (২৪), মোঃ আসলাম (২৯), মোঃ আল আমিন (২৯), মোঃ আসাদুজ্জামান সিয়াম (২১), মোঃ রাজু (১৯), মোঃ রাব্বি (১৮), নয়ন (১৮), মোঃ মানিক (২৪), আবু বক্কর সিদ্দিক (২৩), জিহাদ (১৮), আলী হোসেন (১৮), শান্ত ইসলাম (২৬) এবং মোঃ নুরুল ইসলাম রতন।
শেরেবাংলা নগর থানার কর্মকর্তারা জানান, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
বিআলো/তুরাগ