• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০২৫ সালের বক্স অফিসে রাজত্ব করা শীর্ষ ৫ হলিউড ছবি 

     dailybangla 
    26th Dec 2025 6:52 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ২০২৫ সালে হলিউডে মুক্তি পাওয়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে কয়েকটি সিনেমা বিশ্বজুড়ে দর্শকের আগ্রহ ও টিকিট বিক্রিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। অ্যাকশন, অ্যানিমেশন, সুপারহিরো ও মিউজিক্যাল বিভিন্ন ঘরানার এসব সিনেমা শুধু সমালোচকদের নজর কাড়েনি, বরং বক্স অফিসেও রেকর্ড আয় করেছে।

    বিশ্বব্যাপী আয়ের ভিত্তিতে চলতি বছরের সবচেয়ে সফল পাঁচটি হলিউড সিনেমার তালিকা তুলে ধরা হলো:

    * এ মাইনক্রাফট মুভি- আয় ৪২৩.৯ মিলিয়ন ডলার
    ৪ এপ্রিল ২০২৫ মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’-এর গল্প অবলম্বনে নির্মিত। জেসন মোমোয়া, জ্যাক ব্ল্যাক ও এমা মায়ার্সের অভিনয়ে সমৃদ্ধ এই অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্রে আরও রয়েছেন জেনিফার কুলিজ ও ড্যানিয়েল ব্রুকস। হাস্যরস ও কল্পনার মিশেলে সিনেমাটি বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করে বছরের শীর্ষে অবস্থান করছে।

    * লিলো অ্যান্ড স্টিচ- আয় ৪২৩.৭ মিলিয়ন ডলার
    ২৩ মে ২০২৫ মুক্তি পাওয়া ডিজনির এই অ্যানিমেশন ছবিটি ছোট্ট মেয়ে লিলো ও তার এলিয়েন বন্ধু স্টিচের হৃদয়ছোঁয়া বন্ধুত্বের গল্প তুলে ধরে। পারিবারিক দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে সিনেমাটি খুব অল্প ব্যবধানে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবিতে পরিণত হয়।

    * সুপারম্যান- আয় ৩৫৪.১ মিলিয়ন ডলার
    ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই অধ্যায়ে মানবজাতির রক্ষক সুপারহিরোকে দেখা যায় নতুন শত্রু ও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে। মুক্তির পরপরই দর্শকের ব্যাপক সাড়া পেয়ে ছবিটি বিশ্বব্যাপী বিপুল আয় করে।

    * জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ- আয় ৩৩৯.৬ মিলিয়ন ডলার
    ২ জুলাই মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি জুরাসিক সিরিজের সপ্তম কিস্তি। স্কারলেট জোহানসন ও জনাথন বেইলির অভিনয়ে ডাইনোসরের রোমাঞ্চকর প্রত্যাবর্তন আবারও দর্শকদের হলমুখী করেছে। শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটি শত শত মিলিয়ন ডলার আয় করেছে।

    * উইকেড: ফর গুড- আয় ৩২২.৪ মিলিয়ন ডলার
    ২১ নভেম্বর মুক্তি পাওয়া এই মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমাটি ক্ষমতা ও আত্মঅনুসন্ধানের গল্পে ভর করে এগিয়েছে। আরিয়ানা গ্র্যান্ডে, সিনথিয়া এরিভো ও জনাথন বেইলির অভিনয়ে ছবিটি বিশ্বজুড়ে শক্ত অবস্থান তৈরি করেছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031